মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাহবুবুর রহমান
/ ৯
বার
আপডেট সময় ::
শনিবার, ১৭ মে, ২০২৫
শেয়ার
মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আবু রায়হানের পিতার মৃত্যুতে নিজ এলাকায় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদারীপুরের কালকিনি উপজেলায় আলিনগর ইউনিয়নে নিজ এলাকায় কালাই মারা চোকদার বাড়ি তায়ালিমুল কুরআন মাদ্রাসা ও জামে মসজিদে গতকাল ১৫ ই মে রোজ শুক্রবার বাদ জুমা অনলাইন পোর্টাল বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আবু রায়হান এর পিতা মরহুম হাজী মোঃ ওয়াজেদ আলী ঘরামির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আলেম ওলামায়ে সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ জুমার নামাজ শেষে মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।
মরহুম হাজী মোঃ ওয়াজেদ আলী ঘরামি ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, ন্যায় নীতি পরায়ণ , উদার মনের মানুষ। তিনি কালাই মারা চোকদার বাড়ি তায়ালিমুল কুরআন মাদ্রাসার এবং চোকদার বাড়ি জামে মসজিদের সেক্রেটারি সহ একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি -সেক্রেটারি ছিলেন। তিনি ইসলামের আদর্শের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশ জামাতে ইসলামীর নিজ ইউনিয়নের একজন দায়িত্বশীল ছিলেন।
উল্লেখ্য গত ৮ই এপ্রিল ২০২৫ইং রোজ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৫ বছর।
মরহুম হাজী মোঃ ওয়াজেদ আলী ঘরামি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
হাজী মোঃ ওয়াজেদ আলী ঘরামির মৃত্যুতে এলাকাবাসী এক পরম অভিভাবককে হারিয়েছেন যা অপরনীয় ক্ষতি।
মরহুমের বড় ছেলে ফ্রান্স প্রবাসী ও বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনার সম্পাদক মোঃ আবু রায়হান সকলের নিকট তার পিতার জন্য দোয়া চেয়েছেন।