- bartasomoy24.com - https://bartasomoy24.com -

কালকিনিতে “কালীগঞ্জ হাই স্কুল এ্যাল্মনি এসোসিয়েশনর” উদ্যোগে১৩গ্রামের৫০০পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন।

মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার আলী নগর ইউনিয়নে কালীগঞ্জ বাজার ঘেষে অবস্থিত উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ,সুনামধন্য হাই স্কুল , কালীগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন ” কালীগঞ্জ হাই স্কুল এ্যাল্মানি এসোসিয়েশন ” এর উদ্যোগে আজ শুক্রবার দ্বিতীয় দফায় উক্ত স্কুলের আশে পাশের ১৩ টি গ্রামের অসাহয়, হতদরিদ্র, কর্মহীন গৃহবন্দী, নিম্ন আয়ের, নিম্ন মধ্যে বিত্ত ৫০০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে। যার মধ্যে রয়েছে ১. পোলাও চাউল ২ কেজি, ২. চিনি ১ কেজি, ৩. সেমাই২ প্যাকেট, ৪. তেল ১ লিটার ৫. সাবান ১ টি । ঈদ উপহার সামগ্রী বিতরনে সার্বিক ব্যাবস্হানায় ছিলেন সংগঠনের (গ্রুপের) দায়িত্বে থাকা এডমিন মেজর জাহিদ ,রেজা মাহমুদ মিঠু, মোস্তাফিজুর রহমান । সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন  প্রাক্তন ছাত্র, সংগঠনের সদস্য জিহাদ আব্দুল্লাহ, নূর আমীন, সোহেল রানা,কাজী শাহীদ,সুজন, রিপন, আহাদ, প্রমুখ। সংগঠনের এডমিনে দায়িত্বে থাকা মোস্তাফিজুর রহমান    (bsomoy24.com) কে জানান এই মহামারি ক্লান্তি লগ্নে  আমরা সকলের  সহযোগিতা নিয়ে  সামান্য কিছু হলেও করতে পেরেছি, এজন্য যারা আমাদের কে নগদ অর্থ, মাল, জান,ও শুভবুদ্ধি দ্বারা সাহায্য সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তিনি আরও জানান এ পর্যন্ত গরীব ও মেধাবী  ১০ জন ছাত্র-ছাত্রীদের কে বৃৃৃত্তি   প্রদান করা হয়।  পরিষেশে বলেন   সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে  আরো ভালো কিছু করতে পারব ইনশাআল্লাহ।