Logo
শিরোনাম ::
ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া মাদারীপুরে ১৩০ জন গর্ভবতী মায়েরা পেল বিনামূলো স্বাস্থ্যসেবাসহ ঔষাধ  মাদারীপুরে মাহিন্দ্রা উল্টে মামা ভাগ্নে সহ নিহত ৩ গাইবান্ধা-৫ উপনিবার্চন: দলীয় মনোনয়ন প্রত্যাশী যারা “ ডিইউজের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের উপর হামলা মাদারীপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় মাদারীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য ফেরী ঘাট সরিয়ে ফেলার দাবী দক্ষিণাঞ্চলবাসীর।

বেলাল রিজভী / ১০৫ বার
আপডেট সময় :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১

পদ্মার পশ্চিম পারের (বাংলা বাজার) ফেরী ঘাটে যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য ফেরী ঘাট সরিয়ে ফেলার দাবী দক্ষিণাঞ্চলবাসীর।

স্বপ্নের পদ্মসেতু নিরাপদ রাখা ও যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য ফেরী ঘাট সরিয়ে ফেলার দাবী দক্ষিণাঞ্চলবাসীর
শিমুলিয়া-নাওডোবা অথবা শিমুলিয়া-মাঝিরকান্দিতে ঘাট সরালে যাত্রীদের দুর্ভোগ কমে যাবে; ফেরীর তেল খরচও অর্ধেক কমে আসবে ।

দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্নের পদ্মাসেতুর পিলার সাথে ৪ দফায় ফেরীর ধাক্কা লাগার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথটি আলোচনায় উঠে এসেছে। স্থানীয়রা বলছেন, মাদারীপুরের বাংলাবাজার থেকে ফেরীঘাটটি শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরকান্দি অথবা নাওডোবাতে সরিয়ে নিলে সবচেয়ে নিরাপদ থাকবে পদ্মাসেতু। পাশাপাশি নৌপথের দূরত্ব কমে গিয়ে যাত্রীদের দুর্ভোগ কমে যাওয়ার পাশাপাশি ফেরীর তেল খরচও অর্ধেকে নেমে আসবে। এতে সরকারের বেচে যাবে কোটি কোটি টাকা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি থেকে ফেরীঘাটটি আরো এক কিলোমিটার পথ পেছনে এনে বাংলাবাজারে স্থাপন করা হয়। এতে আগের চেয়ে এই নৌপথটির দৈর্ঘ্য বেড়ে যায়। কিন্তু মানুষ পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে চলায় নতুন ঘাটে দূরত্ব বাড়লে এই ঘাটটি ব্যবহার করেই দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ পদ্মা পাড়ি দেয়। কিন্তু গত এক মাসে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্নের পদ্মা সেতুর পিলার সাথে ৪ দফায় বিভিন্ন ফেরীর ধাক্কা লাগার কারণে এই নৌপথটি নতুন করে আলোচনায় উঠে আছে। তাই পদ্মা সেতুকে নিরাপদ রাখার জন্য ঘাটটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সম্ভাব্য নতুন নৌপথ পরিদর্শন করেন। প্রাথমিক ভাবে মাদারীপুরের বাংলাবাজার থেকে ঘাটটি সরিয়ে শরীয়তপুরেরর জাজিরা উপজেলার মাঝিরকান্দিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দক্ষিণাঞ্চলের মানুষের মনে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা বলছেন, পদ্মাসেতু নিরাপদ রাখতে অতিদ্রুত বাংলাবাজার থেকে ঘাট সরিয়ে নেওয়ার প্রয়োজন। যতই দেরী হবে, ততোই ঝুঁকির মুখে থাকবে পদ্মা সেতু।
মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মাসুদ পারভেজ বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের সেতুর এই পদ্মা সেতু। সেতুটি যাতে নিরাপদ থাকে, তার জন্য আরো আগেই এই ঘাটটি সরিয়ে ফেরী উচিত ছিল। ঘাটটি মাঝির কান্দি অথবা নাওডোবায় স্থানান্তর করে শিমুলিয়া হয়ে ফেরী পারাপার করা হয়; তাহলে নৌপথের দূরত্ব বর্তমান দূরত্বের চেয়ে অর্ধেকে নেমে আসবে। আর ফেরীর তেল খরচও কমে যাবে অর্ধেক। এতে সরকারের প্রতি মাসে কোটি কোটি টাকা খরচ কম হবে। আমি দাবী করছি, দেরী হলেও যখন প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, ঘাট সরিয়ে ফেলার; তাই আর দেরী না করে সরিয়ে ফেলা হোক।
মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সদস্য এম.আর.মুর্তজা বলেন, ফেরী ঘাটটি গতবছরই কাঠালবাড়ি থেকে সরিয়ে আরো এক কিলোমিটার পেছনের দিকে সরিয়ে না এনে পদ্মা সেতুর পূর্বপাশে কোন একটি স্থানে নিলে খুব ভালো হতো। এতে সেতু নিরাপদ থাকতো, যাত্রীদের দুর্ভোগ কমতো এমনকি ফেরীর জালানি খরচও কমে যেত। তারপরও সরকারের উচিত পদ্মা সেতুর নিরাপত্তা ও যাত্রীদের পথ কমে আসবে কোন স্থানে ঘাট নিলে সেই ব্যবস্থা করা।
বাংলাবাজার ফেরী ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, ঘাট সরিয়ে নেওয়ার এখনো অফিসিয়ালি কোন সিদ্ধান্ত হয়নি। তবে পদ্মা সেতু নিরাপদ রাখতে ঘাট সরিয়ে ফেলার আলোচনা চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে ভাল মনে করবে, সেখানেই ঘাট হবে। আমরা সেখান থেকেই ফেরী চলাচল করাবো। তবে ঘাট সরানোর সিদ্ধান্ত এখনো অফিসিয়ালি আমি শুনিনি। তবে ঘাট সরানোর আলোচনা চলছে বলে মন্তব্য করেন এই বাংলাবাজার ঘাট কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

Theme Created By Ntctcitacademy.Com